Sponsorizzato
মুহুর্মুহু পাথর আছড়ে পড়ছে সড়কের গাড়ির উপর, ভিডিওতে দেখা গেল করুণ দৃশ্য
ভারতের অরুণাচল প্রদেশে পাহাড় থেকে নেমে এসেছে পাথরের ধস। সেই ধসে গড়িয়ে পড়া পাথর যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে ব্যাহত হয়েছে সড়ক যোগাযোগ। অন্তত দুটি গাড়ি এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সোমবার (২৫ আগস্ট) এ খবর জানিয়েছে এনডিটিভি।
তবে, প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় কোনও মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি। এনডিটিভি বলছে, পশ্চিম কামেং জেলার সাপার ক্যাম্পের কাছে সোমবার বিকেলে এক প্রবল ভূমিধসের ফলে অরুণাচল প্রদেশের দিরাং এবং তাওয়াংয়ের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পদ্মা হোটেলের কাছে...
Crea pagina
Sponsorizzato
Leggi tutto
মুহুর্মুহু পাথর আছড়ে পড়ছে সড়কের গাড়ির উপর, ভিডিওতে দেখা গেল করুণ দৃশ্য
ভারতের অরুণাচল প্রদেশে পাহাড় থেকে নেমে এসেছে পাথরের ধস। সেই ধসে গড়িয়ে পড়া পাথর যানবাহনের সঙ্গে...
শাকিব খানের সঙ্গে ছবি দিয়ে কী বললেন মিষ্টি জান্নাত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা গত ৩০ জুলাই মারা যান। বাবার মৃত্যুর পর...