মুহুর্মুহু পাথর আছড়ে পড়ছে সড়কের গাড়ির উপর, ভিডিওতে দেখা গেল করুণ দৃশ্য

ভারতের অরুণাচল প্রদেশে পাহাড় থেকে নেমে এসেছে পাথরের ধস। সেই ধসে গড়িয়ে পড়া পাথর যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে ব্যাহত হয়েছে সড়ক যোগাযোগ। অন্তত দুটি গাড়ি এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সোমবার (২৫ আগস্ট) এ খবর জানিয়েছে এনডিটিভি।
তবে, প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় কোনও মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি। এনডিটিভি বলছে, পশ্চিম কামেং জেলার সাপার ক্যাম্পের কাছে সোমবার বিকেলে এক প্রবল ভূমিধসের ফলে অরুণাচল প্রদেশের দিরাং এবং তাওয়াংয়ের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পদ্মা হোটেলের কাছে ভূমিধসের ফলে প্রায় ১২০ মিটার এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পাহাড়ের উপর দিয়ে পাথর গড়িয়ে পড়ছে এবং মানুষ আশ্রয়ের জন্য দৌড়াচ্ছে।
আও পড়ুন: একের পর এক ইসরায়েলি ট্যাংকে অতর্কিত হামলা স্বাধীনতাকামী যোদ্ধাদের
একজন লোক চিৎকার করে বলে, ‘ওয়ে কুছ আ রাহা হ্যায় (কিছু একটা আসছে)। আরেকজন চিৎকার করে বলে ‘আরও কিছু হবে, ফিরে যাও ফিরে যাও, ফিরে যাও, জলদি।’
ভিডিওতে দেখা যাচ্ছে, লোকজন হর্ন বাজাচ্ছিল, উন্মত্তভাবে তাদের গাড়ি উল্টে যাচ্ছিল, এমনকি যখন পাথর পড়তে থাকে কেউ কেউ তাদের গাড়ি থেকে নেমে দৌড়াচ্ছিল। এরপর পাথর নিচে পড়লে কিছু পাথর গাড়িতে আঘাত করেছে। সূত্র জানায়, খুব শীঘ্রই যান চলাচল পুনরায় শুরু হতে পারে। পুনরুদ্ধারের কাজ চলমান রয়েছে।
- Tech
- Art
- Causes
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Παιχνίδια
- Gardening
- Health
- Κεντρική Σελίδα
- Literature
- Music
- Networking
- άλλο
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness
- Politics