Sponsorizzato

শাকিব খানের সঙ্গে ছবি দিয়ে কী বললেন মিষ্টি জান্নাত

0
16

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা গত ৩০ জুলাই মারা যান। বাবার মৃত্যুর পর থেকে মানসিকভাবে মোটেও ভালো নেই তিনি। বেশ ভেঙে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বাবাকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করতে দেখা যাচ্ছে এ নায়িকাকে।

বাবা হারানোর কষ্টে মেয়ে মিষ্টি জান্নাত যখন শোকাহত, তখন নতুন বিড়ম্বনার শিকার হতে হলো তাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসে এ অভিনেত্রী জানালেন, বাবার মৃত্যুর পর ভেঙে পড়ার কারণে অনেকেই বলছেন―শাকিব খানের জন্য নাকি কষ্ট পাচ্ছেন তিনি।

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন মিষ্টি জান্নাত। সেখানে তিনি লিখেছেন, ‘আমার বাবা ১৪ দিন হলো পৃথিবীতে নাই। আমি আমার বাবা-মায়ের রাজকন্যা। আমার পৃথিবী বলতে তারা দু’জনই। আমার আপন ভাই-বোন নেই (যদিও আমার কাজিনরা আপন ভাই-বোনের থেকেও বেশি)। কোনোভাবেই শোক কাটিয়ে উঠতে পারছি না আমি বা আমার পরিবার।’

তিনি লিখেছেন, ‘এরইমধ্যে শাকিব খান আর আমাকে নিয়ে কত নিউজ হচ্ছে। বলছে যে, আমার নাকি মন খারাপ শাকিব খানের জন্য! আমি আমার বাবাকে নিয়ে স্ট্যাটাস দেই, আর তারা বলে আমি নাকি শাকিবের জন্য সুইসাইড করতে যাচ্ছি! ভাই, আমার বাবার কথা শুনে শাকিব খান থেকে শুরু করে মোটামুটি সব তারকা, পরিচালক, প্রযোজক, শিল্পী, সাংবাদিক―সবাই দুঃখ অনুভব করে মেসেজ দিয়েছেন। কেউ ফোন করেছেন। তবে আমি রিপ্লাই দিতে পারিনি। এখনও আমি কারোও সঙ্গে যোগাযোগ, কথা বলা, তর্ক করার মানসিকতায় নেই।’

 

মিষ্টি জান্নাত
 
 

এ অভিনেত্রী অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘আমাকে নিয়ে এসব ফালতু কমেন্ট, স্ট্যাটাস, নিউজ, ব্লগ করা বন্ধ করুন। কারও সঙ্গে কোনো কিছু নিয়ে আমার কোনো পরিস্থিতি নেই। মিডিয়ার সবার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব আছে। কিছু মানুষ আমাকে দেখতে পারে না, কারণ আমি তাদের থেকে অনেক বেশি সুন্দর, যোগ্য এবং মানসম্পন্ন। তাই তারা আমার স্ট্যাটাসে পৌঁছাতে পারে না, পারবেও না বলে দূর থেকে টাকা দিয়ে বা ব্যক্তিগত সম্পর্ক (লেডিজ) দিয়ে আমার বিরুদ্ধে লোক লাগিয়ে দেয়।’

 

 

Sponsorizzato
Cerca
Sponsorizzato
Categorie
Leggi tutto
Altre informazioni
মুহুর্মুহু পাথর আছড়ে পড়ছে সড়কের গাড়ির উপর, ভিডিওতে দেখা গেল করুণ দৃশ্য
ভারতের অরুণাচল প্রদেশে পাহাড় থেকে নেমে এসেছে পাথরের ধস। সেই ধসে গড়িয়ে পড়া পাথর যানবাহনের সঙ্গে...
By Garland 2025-08-26 00:34:02 0 15
Film
শাকিব খানের সঙ্গে ছবি দিয়ে কী বললেন মিষ্টি জান্নাত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা গত ৩০ জুলাই মারা যান। বাবার মৃত্যুর পর...
By Sammie 2025-08-26 00:40:22 0 16